Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ার চুকনগরে ওয়ালটন কোম্পানির জনসচেতনতা মূলক প্রর্দশনী অনুষ্ঠিত।

 

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।

 

খুলনার ডুমুরিয়ার চুকনগর’র ওয়ালটন এলইডি হট অফার এর প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওয়ালটন প্লাজা চুকনগর শাখার উদ্যোগে এক কিস্তি মেলা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‌্যালিটি চুকনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় কোম্পানির বিভিন্ন অফার ও জনসচেতনা মূলক ব্যানার প্রদর্শনের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, দূর্ঘটনা প্রতিরোধে সর্বসাধরণকে উৎসাহিত করা হয়। পরে চুকনগর মালতিয়া মোড়ে ওয়ালটন কার্যালয় চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার (ওসি তদন্ত) কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম ব্রাউন, আটলিয়া ইউনিয়ন পুলিশের বীট ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের এএসআই বিল্লাল হোসেন, ওয়ালটন প্লাজার সেলস্ এন্ড ডেভোলপমেন্ট-০৮ এর অফিসার মাকসুদুল আলম সাতক্ষীরা এরিয়ার শরিফুল ইসলাম আর সি এম ইমরাম হোসেন, চুকনগর শাখার ম্যানেজার প্রজিত মন্ডল প্রমুখ।
এর আগে ডুমুরিয়া থানা তদন্ত কর্মকর্তা কবির হোসেন ও খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার্স ইনচার্জ মেহেদি হাসান ওয়ালটন চুকনগর নিজস্ব প্লাজায় ওয়ালটন এলইডি,হট অফার এর প্রচারনার অংশ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন।

Daily Frontier News