মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আইশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে এবং আটলিয়া বিট পুলিশের আয়োজনে সোমবার বিকেল সাড়ে ৪ টায় ডুমুরিয়া থানাধীন আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজার চত্ত্বরে অনুষ্ঠান সভাপতিত্ব করেন,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস এন্ড আপস (পিপিএম সেবা) সুশান্ত সরকার। খুলনা জেলা ডিবি ওসি শওকাত কবির,অধ্যক্ষ অবঃ শফিকুল ইসলাম,আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জিএম ফারুক হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক গোবিন্দ ঘোষ, ইউপি সদস্য শেখ আব্দুল হালিম মুন্না প্রমুখ।
অনুষ্ঠান পরিচলনা করেন,বিট অফিসার এসআই ফরিদ আহমেদ ও এসআই কামাল হোসেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics