Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়া কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপিকা অপরাজিতা মল্লিকের দায়িত্বভার গ্রহণ।

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

খুলনার ডুমুরিয়া কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ অর্পন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে তার নিজ অফিস কক্ষে ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিষয়ে কলেজ পরিচালনা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঐতিহ্যবাহী ডুমুরিয়া মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন এবং দায়িত্বভার অর্পণ করা হয়।
বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদারের দায়িত্বকালীন মেয়াদ শেষ হওয়ার নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিষয় কলেজ ম্যানেজিং কমিটির জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠতার ভিত্তিতে ডুমুরিয়া কলেজের ব্যবস্থাপনা বিষয়ক সহকারী অধ্যাপিকা অপরাজিতা মল্লিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নির্বাচিত এবং দায়িত্বভার অর্পণ করা হয়। এছাড়াও কলেজের উন্নয়নমূলক কর্মকান্ড, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা জনাব ফরহাদ হোসেন মোড়ল, সদ্য দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, নব নির্বাচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপরাজিতা মল্লিক, অভিভাবক সদস্য খান আনিছুজ্জামান, আবু বক্কর ফকির, খান মহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধী খান নুরুল ইসলাম, শিশির কুমার সিংহ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ হাফিজুর রহমান, ডঃ মাহবুবুর রহমান গাজী, বিলাস কুমার মুখার্জি, কাজি আব্দুল্লাহ।
আলোচনা শেষে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল ওয়াদুদ বলেন আমরা বর্তমানে একটি মহামারী সময় পার করছি , সবাইকে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনাগুলো যথাযথ ভাবে মেনে চলতে হবে।

Daily Frontier News