Daily Frontier News
Daily Frontier News

ট্যুরিস্ট পুলিশ অফিসে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত।

প্রেস বিজ্ঞপ্তি—

 

ট্যুরিস্ট পুলিশ অফিসে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত।
কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে। যৌন হয়রানি রোধে আইন আছে। উচ্চ আদালতের আদেশ আছে। তা সত্ত্বেও কর্মক্ষেত্র থেকে শুরু করে নানা ট্যুরিস্ট স্পটে যৌন হয়রানি বন্ধ হচ্ছে না। সম্প্রতি বান্দরবানে বিভিন্ন স্পটে বিশেষ করে আবাসিক হোটেলে যৌন হয়রানির নানা অভিযোগ অনুসন্ধানে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
কেবল কর্মক্ষেত্র নয়, অন্য যেসব জায়গায় যৌন হয়রানি হয়, সেটাও সামনে এনে কাজ করার অঙ্গিকারবদ্ধ বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন। তারেই আলোকে আজ ট্যুরিস্ট পুলিশের অফিসে “কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম।
সভাপতি তার বক্তব্যে বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমি সরকারি বিভিন্ন অফিসে বলেছি যে নারীরা এখন এগিয়ে যাচ্ছেন। কর্মক্ষেত্রসহ সব জায়গায় তাঁদের নিরাপত্তা দিতে হবে। আজকের আলোচনায় স্থানীয় জন প্রতিনিধি আছেন, এনজিও কর্মী সহ আমার প্রতিষ্ঠানের নারী সদস্যরা আছেন ও নাগরিক সমাজের প্রতিনিধি আছেন। সবাই যৌন হয়রানির বিরুদ্ধে কাজ করলে নিশ্চয়ই এটা বন্ধ হবে। কর্মক্ষেত্রে আমরা তা বন্ধ করতে বদ্ধপরিকর। এখানে নারী পুলিশ সদস্যদের জন্য আলাদা ওয়াশরুম সমেত অফিস কক্ষ ও ডে কেয়ার সেন্টার চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।
স্থানীয় জন প্রতিনিধি পুষ্পবতী তঞ্চংগ্যা বলেন আজকের আলোচনার বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নারীকে তাঁর কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে। তিনি যদি কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করতে পারেন, তাহলে বেশি কাজ করতে পারবেন। তাই কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জরুরি। শুধু ট্যুরিস্ট পুলিশে নয়, দেশের যেকোনো কর্মক্ষেত্রে নারীরা কাজ করুন না কেন, সব ক্ষেত্রে তাঁদের নিরাপত্তা দিতে হবে। এমন একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেন তাঁরা কোনোভাবেই যৌন হয়রানির শিকার না হন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- নারী ও শিশু বিষয়ক কর্মী সুমী ত্রিপুরাসহ পুলিশের অন্যান্য সদস্যরা, সরকারি বিভিন্ন দফতর-সংস্থার প্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

Daily Frontier News