Daily Frontier News
Daily Frontier News

ঝালকাঠিতে পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ব্যারিষ্টার শাহজাহান ওমর এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

 

ঝালকাঠি প্রতিনিধি॥

.     ঝালকাঠি পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ব্যারিষ্টার শাহজাহান ওমর এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাদ আছর পিংড়ী মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মেহেদী হাসান শাহিন খলিফা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের। এসময় মসজিদের মুসল্লি স্থানীয় মুরব্বি ফজলুল হক খলিফা, যুবনেতা নয়ন খলিফা, জলিল মেম্বর, জাহাঙ্গীর মেম্বর, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর মো: মোস্তফা, ২নং শুক্তাগড় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: বাহাদুর মৃধা,ওয়ার্ড যুবলীগের সভাপতি সৈয়দ সুমন, মো: বিপ্লব, বাবুল খলিফাসহ এলাকার অর্ধ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। ঝালকাঠি -১ আসনের সংসদ সদ্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম হৃদ রোগের চিকিৎসার জন্য ওপেন সার্জারী করাতে ১৭ এপ্রিল লন্ডনে গমন করেছেন। মুসল্লিরা তার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতে তাঁর সুস্থতা কামনা করেন।

Daily Frontier News