Daily Frontier News
Daily Frontier News

জয়পুরহাটে ঔষধ আইন ১৯৪০ অননুমোদিতভাবে এন্টিবায়োটিক ঔষধের যথেচ্ছা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা

 

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,
জয়পুরহাট প্রতিনিধিঃ-

.   জয়পুরহাটের আক্কেলপুরে ঔষধ আইন ১৯৪০ অননুমোদিতভাবে এন্টিবায়োটিক ঔষধের যথেচ্ছ ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আক্কেলপুর উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ সালাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোখছেদ আলী প্রামানিক, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আদনান। সভায় এন্টিবায়োটিকের ক্ষতিকর দিক নিয় মুল প্রবন্ধ উপ্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম রাসেল। সভায় এন্টিবায়োটিক ছাড়াও ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন-২০০৫ বিষয়ে সচেতনতা সেইসাথে ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকদের মানুষ এবং হাঁস-মুরগি ও পশু চিকিৎসার ক্ষেত্রে যত্রতত্র এন্টিবায়োটিকের ব্যবহার বন্ধে গুরুত্ব দেওয়া হয়। সভায় পল্লী চিকিৎসক, স্থানীয় ঔষধ ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Daily Frontier News