পরিবারের অভাব গোঁছাতে দালালের পাল্লায় পরে ওমান গিয়ে ২৯ দিন ধরে নিখোঁজ সখিনা
মোঃ আব্দুল হান্নানঃ- নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ-
সখিনার পরিবারের কান্না যেন,কিছুতেই থামছেনা।সংসারের অভাব যেন কিছুতেই পেছন ছাড়ছিল না সখিনার। তিন মেয়ে আর এক ছেলে নিয়ে যেন চোখে দেখছিল অমাবশ্যার গভীর অন্ধকার।ওই সময়ে প্রবাসে গিয়ে প্রতি মাসে ২২ হাজার টাকা রোজী করে সংসারের অভাব গোঁছাতে স্বপ্ন দেয়া প্রতিবেশী দুই দালাল।সখিনা দালারের কথায় রাজি হলে আজ থেকে ২৯ দিন আগে ওমানে পাড়ি জমান সখিনা।তার পর থেকেই নিখোঁজ বলে জানায় সখিনার মেয়ে ও স্বাশুড়ি।তারা জানায় এখন সখিনাকে দেশে ফিরিয়ে আনতে তার মেয়ে,ছেলে ও স্বাশুড়ির কাছে ৩ লক্ষ টাকা দাবী করছে দালাল নুরপুর পুকুর পাড়ের দালাল ফুল মিয়া ও ব্রাহ্মণশাসন গ্রামের আরেক দালাল সেলিম মিয়া। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামের স্বামী মৃত কামাল মিয়ার স্ত্রী সখিনার কথা।২৯ দিন যাবৎ সখিনাকে না পেয়ে তার ছেলে,মেয়ে সহ পরিবারের লোকজনের মাঝে দেখা দিয়েছে আতংক।চরম উৎকন্ঠায় কাটছে তাদের দিন।সখিনার পরিবারের কেউ আর তার রোজগারের টাকা চায় না।সখিনাকে ফেরৎ পেতে চায় তার ছেলে মেয়ে আর স্বজনরা।এ ব্যপারে দালাল, ফুল মিয়া ও সেলিম মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়না।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics