ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ভেন্যু ২০৪ নং হল রুমে ২০শে মে ২০২৩ইং হইতে ২৪শে মে ২০২৩ইং তারিখ পর্যন্ত, ইন-হাউস ট্রেনিং বেসিক আইসিটি কলেজ শিক্ষক ও কর্মচারীদের জন্য (ব্যাচ 02) কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প (সিইডিপি)এর অধীনে ৪ দিন ব্যাপী এক কম্পিউটার ট্রেনিং কর্মশালার সমাপনী, ২৪শে মে ৩০২৩ইং, রোজ বোধ বার,বেলা ১ ঘটিকায় সময়, কলেজ অধ্যক্ষ, হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান এর সভাপতিত্বে ও জনাব মোঃ ফেরদৌস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
. উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। কোর্স ডিরেক্টর মোঃ শফিকুর রহমান আইডিজি ব্যবস্থাপক ও অধ্যক্ষ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ। প্রশিক্ষকঃ মুহাম্মদ আব্দুল কাদের, সহকারি পরিচালক উচ্চ মাধ্যমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(এইচ এসটি টি আই) কুমিল্লা। প্রোগ্রামার,শারমিন আক্তার। বিশেষ অতিথি কাজী হারিছুর রহমান (জিবি মেম্বার)কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ। ভাইস-প্রিন্সিপাল জনাব মোঃ জহির উদ্দিন। কোর্স সমন্বয়কারী জনাব মোঃ জামাল হোসেন মৃধা, লেকচারার ইন ম্যানেজমেন্ট,কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ।প্রশিক্ষণার্থী শিক্ষক ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন ।
. উক্ত অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয় ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics