Daily Frontier News
Daily Frontier News

জেলার সীমান্তে মাধবপুর ও বিজয়নগরে ইমামের শুদ্ধাচার নিয়ে দুপক্ষের সংঘর্ষের শান্তিপূর্ণ মীমাংসা

 

আলমগীর হোসেন, বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

.     হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী এক এলাকায় ইমাম নিয়ে সংঘর্ষের জেরে শতাধিক লোক আহত হয়েছে। এ সময় স্থানীয় হরষপুর রেলওয়ে স্টেশন বাজারের বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার আহতরা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় আছে। পরে সেটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাতেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাধবপুর ও বিজয়নগরের বিভিন্ন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সূএে জানা যায়, মাধবপুর উপজেলার জামিয়া হরষপুর দারুল উলুম মাদরাসা মসজিদের ইমাম নিয়ে দুই বছর ধরে বিরোধ চলে আসছিল। ওই মসজিদের ইমাম মুফতি মো. বশিরের জিহ্বায় কথা আটকানোর কারণে শুদ্ধ উচ্চারণ হয় না বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুটি পক্ষ হয়ে যায়। এক দল মুফতি বশিরের পক্ষে আরেক দল বিপক্ষে।
সামাজিকভাবে সিদ্ধান্ত হয় যে মুফতি বশির ইমামতি করতে পারবেন না। এদিকে দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে মুফতি বশিরকে আনতে তার পক্ষটি তোড়জোড় শুরু করে। ঘটনার দিন শুক্রবার শুক্রবার বশির ইমামতি করবেন বলেও ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে নামাজের পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। মাধবপুরের স্থানীয় জনপ্রতিনিধি ও বিজয়নগর উপজেলার ভাইস চেয়ারম্যান (মুখলেসুর রহমান লিটন মুন্সি) সহ প্রশাসনের হস্তক্ষেপে তাদের মুখ্য ভূমিকায় সংঘর্ষ থামাতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মো: আসাদুল ইসলাম বলেন, ঘটনার পরদিন ১৭ই আগস্ট (শনিবার) উভয় পক্ষের সম্মতিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এবং বিজয়নগর থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার সহ দুই ইউনিয়নের জনপ্রতিনিধি ও মাধবপুর উপজেলার দায়িত্বরত সেনা সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। উক্ত ঘটনার বিতর্কিত দুই হুজুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উভয় ইউনিয়নের ঘটনার ক্ষয়ক্ষতি নিয়ে জনপ্রতিনিধিরা আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিবেন। প্রশাসনের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

Daily Frontier News