জাসদ সভাপতি জাতীয় বীর জননেতা হাসানুল হক ইনুকে বিচারিক হত্যার ষড়যন্ত্র রুখে দিন—জাসদ
প্রেসবিজ্ঞপ্তি: তারিখ: ৩১শে অক্টোবর ২০২৫ইং
আজ ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার বিকাল ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয় ৩৫—৩৬ বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনো মাধ্যমে কর্মসুচির সুচনা করা হয়। এরপর দলের শহীদ বিপ্লবী এবং প্রায়ত নেতাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন, কার্যকরী সভাপতি: এড. রবিউল আলম এবং সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক। বক্তব্য রাখেন জাসদের সহ—সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক: শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুবজোটের সভাপতি শরীফুল কবির স্বপন, জাসদের কোষাধক্ষ্য: মোঃ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ ঢাকা মহাগর দক্ষিণের সহ—সভাপতি এড. মহিবুর রহমান মিহির, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এড. মোহাম্মদ সেলিম, জাতীয় নারী জোটের নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি, জাসদ ঢাকা মহাগর পুর্বের সহ—সভাপতি মাহাবুবুর রহমান, ঢাকা মহাগর পশ্চিমের সহ—সভাপতি এড. আবু হানিফ, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।

সভাপতির ভাষনে রবিউল আলম বলেন, ১৯৭২ সালে ৩১ অক্টোবর বৈষম্য ও শোষন মুক্তি এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে জাসদের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শ, রাষ্ট্রের চার মূলনীতি এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নে জাসদ আপোষস করবে না। জাসদ সকলে অংশগ্রহনে জাতীয় সংসদ নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর চায়। তিনি বলেন, জাসদ সভাপতি জাতীয় বীর জননেতা হাসানুল হক ইনুকে বিচারিক হত্যার ষড়যন্ত্র রুখে দিতে জনগণের প্রতি আহবান জানান। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমের মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকদের হত্যার চক্রান্ত বন্ধ করতে হবে। বিচার বহিভূর্ত হত্যা, অপহরণ, গুম, ঢালাও মামলা—গ্রেফতার, নির্যাতন—নিপীড়নের অবসান; নারী প্রতি সহিংসতা বন্ধ, শিশু ও নারী নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বন্ধ কল—কারখানা চালু, শ্রমিকের বকেয় পরিশোধ করতে হবে। বাজার সিন্ডিকেট ধবংস, দ্রব্যমূল্যের উধর্বগতি নিয়ন্ত্রণ; শ্রমজীবী, দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। আলোচনা সভায়, বিদেশীদের হাতে বন্ধর তুলে না দিয়ে স্থানীয় জনবল দিয়ে সরকারী ব্যবস্থাপনায় বন্দর পরিচালনার আহবান জানানো হয়।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics