Daily Frontier News
Daily Frontier News

জাসদের প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা অসুস্থ সিরাজুল আলম খানের শয্যা পাশে শমরিতা হাসপাতালে — জাসদ নেতৃবৃন্দ  ।

 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ- 

.                    জাতীয় সমাজতান্ত্রিক দল         জাসদের প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা অসুস্থ সিরাজুল আলম খানকে দেখতে, তাহার স্বাস্থ্যগত অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর জানতে  ১২ই আগস্ট ২০২২ইং শুক্রবার দুপুরে শমরিতা হাসপাতালে গিয়েছিলেন জাসদ কার্যকরী সভাপতি রবিউল আলম ।  যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ।  যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন । জাসদ নেতৃবৃন্দ তাহার শয্যা পাশে কিছু সময় কাটান এবং তার শুস্থতা ও দীর্ঘায়ু  জন্য শুভ কামনা জানান।

Daily Frontier News