প্রেসবিজ্ঞপ্তিঃ৷ তারিখ: ১৯শে নভেম্বর ২০২২ইং
জাসদের চার শহীদের কবর ঢাকা আজিমপুর কবরস্থান থেকে স্থানান্তরিত করে নেত্রকোনার পূর্বধলায় কাজলা গ্রামে ১১ং সেক্টর কমান্ডার শহীদ বিপ্লবী কর্নেল তাহের বীর উত্তমের কবরের পাশে পুনঃসমাহিত
__________________________
১৯৭৫ইং সালের ২৬শে নভেম্বর ভারতীয় হাইকমিশন অভিযানে পুলিশের গুলিতে চার শহীদ বাহার, বাচ্চু, মাসুদ হারুণের কবর ঢাকার আজিমপুর কবরস্থান থেকে স্থানান্তরিত করে আজ ১৯শে নভেম্বর শনিবার দুপুর ১২টায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে ১১ নং সেক্টর কমান্ডার, ১৯৭৫ইং সালের সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক শহীদ বিপ্লবী কর্ণেল আবু তাহের বীরউত্তম-এর সমাধির পাশে পুনঃসমাহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেল শহীদ কর্নেল তাহের বীরউত্তম ও শহীদ বাহারের পরিবারের পক্ষে কর্ণেল তাহেরের স্ত্রী সাবেক এমপি জাসদ নেত্রী লুৎফা তাহের, কর্নেল তাহেরের অনুজ জাসদনেতা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কর্নেল তাহেরের ছোট বোন জুলিয়া আহমেদ, কর্নেল তাহেরের বড় ভাই সার্জেন্ট আবু ইউসুফ বীরবিক্রমের স্ত্রী ফাতেমা ইউসুফ, কর্নেল তাহের ছোটভাই আবু সাঈদ আহমেদের স্ত্রী আশরাফুন্নাহার, শহীদ বাচ্চুর বড়ভাই মীর আনোয়ারুল ইসলাম, ১৯৭৫ইং সালের ২৬শে নভেম্বর ভারতীয় হাই কমিশন অভিযানে গুলিবিদ্ধ বীরমুক্তিযোদ্ধা সৈয়দ বাহারুল হাসান সবুজ এবং জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. সাদিক হোসেন, জাসদ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এড. গিয়াস উদ্দিন, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রতন সরকার, জাসদ ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, এড. নজরুল ইসলাম চুম্নু, ছাত্রলীগ(ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, জাসদ ময়মনসিংহ মহানগর কমিটির সহ-সভাপতি ও জেলা শ্রমিক জোটের সভাপতি শামসুল আলম খান, জাসদ নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকন্দ,…. কাঞ্চন, নেত্রকোনা জেলা জাসদের নেতা আব্দুল হালিম, কাঞ্চন দত্ত, আব্দুল মোতালেব, সম্রাট হোসেন তালুকদার, পূর্বধলা উপজেলা কমিটির সভাপতি মনসুর আলী তালুকদার প্রমূখ।
জাসদের চারজন শহীদকে পুনঃসমাহিত করার পর জাসদ ও শহীদদের পরিবারের পক্ষ থেকে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সমবেত জাসদ নেতা-কর্মী-সমর্থক ও স্থানীয় জনতার সমাবেশে বক্তব্য রাখেন লুৎফা তাহের, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শফিউদ্দিন মোল্লাহ, সাইফুজ্জামান বাদশা, এড. সাদিক হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু প্রমূখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics