Daily Frontier News
Daily Frontier News

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দেশব্যাপী বর্ণাঢ্য পদযাত্রা ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

 

প্রতিবেদকঃ মোঃ আনোয়ার হোসেন
তারিখঃ ২২ অক্টোবর ২০২৫, বুধবার

 

 

সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
এ বছরের প্রতিপাদ্য ছিল মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি।
এই শ্লোগানকে সামনে রেখে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” কেন্দ্রীয় কমিটি ও সারাদেশের শাখা সংগঠনগুলো নানা কর্মসূচির আয়োজন করে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য সাইকেল র‌্যালি, পদযাত্রা, আলোচনা সভা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা অনুষ্ঠান।

সকালে রাজধানীর কাকরাইলস্থ নিসচা কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রওনা হয়ে হাতিরঝিল সড়ক ভবনের গেটে সরকারি র‌্যালিতে যোগ দেন। পরবর্তীতে সড়ক ভবন মিলনায়তনে মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করা হয়। সভা শেষে বনানী কবরস্থানে গিয়ে মরহুমা জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত করেন তারা।

বিকেলে বিকেল ৩টা ৩০ মিনিটে নিসচা কেন্দ্রীয় অফিস থেকে প্রেসক্লাব পর্যন্ত সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় সম্পন্ন হয়।

নিসচা ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন,
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা অত্যন্ত জরুরি। সরকারকে এ বিষয়ে সবাইকে আস্থায় আনতে হবে। আমরা চাই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তাকে অন্যতম অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত করুক।

তিনি আরও বলেন আমাদের প্রাণের স্পন্দন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা নিয়ে কেউ বিভ্রান্তি বা গুজব ছড়াবেন না এ অনুরোধ করছি। সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করুন।

বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস বলেন,

যান্ত্রিক শহরে সময় বাঁচাতে মানুষ সাইকেলের প্রতি আগ্রহী হচ্ছে, কিন্তু নিরাপদ সড়ক না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন আমাদের প্রিয়জনেরা। তাই সাইকেল লেন বাস্তবায়ন এখন সময়ের দাবি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সভাপতি তৌহিদুর রহমান।

র‌্যালি শেষে প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় অফিসে ফিরে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন বাবুল, মহাসচিব এস এম আজাদ হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল, এ কে আজাদ, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, কার্যনির্বাহী সদস্য নাসিম রুমি, আব্দুর রাজ্জাক, আসাদুর রহমান, মোঃ ইমরান হোসেন, জামাল হোসেন মণ্ডল, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আক্তার হোসেন এবং সাধারণ সদস্য আবদুল মান্নান, রাজু আহমেদ, এম এ ইউসুফ, শাহ আলম সাবু, হৃদয় হোসেন, মাসুদ রানা, রাজিব, জামান মিয়া প্রমুখ।

Daily Frontier News