Daily Frontier News
Daily Frontier News

জমিজমা সংক্রান্ত বিরোধে ডুমুরিয়ার মাগুরাঘোনায় প্রতিপক্ষের হামলায় আহত ২

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আসিব নামের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ শনিবার সকল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঘোষড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানাগেছে, ডুমুরিয়া থানাধীন মাগুরাঘোনা বিট এলাকায় ঘোষড়া গ্রামের আসাদুজ্জামান সরদার গংদের সাথে একই গ্রামের মফিদুল সরদারের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল।
এরই জেরেধরে আজ শনিবার সকালে আসাদুজ্জামান (৪০) এর নেতৃত্বে আঃ খালেক সরদার (৫০), হাফিজুর রহমান (৪২), শরিফ উদ্দিন মোড়ল (৪০)সহ অজ্ঞাত নামা ৭/৮ জন ব্যাক্তি তাদের হাতে থাকা দাঁ, লাঠি সোঠা লোহার রড দিয়ে আর্তকিত ভাবে হামলা চালিয়ে মফিদুল গংদের এলোপাতাড়ি মারপিট করে।
এতে মফিদুল সরদারের ছেলে আসিব সরদার (১৭) এবং জেহাদ উদ্দিন (১৯) রক্তাক্ত জখম হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনা স্থল থেকে আহতের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আসিবের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ভুক্তভোগীর পিতা মফিদুল সরদার।
খবর পেয়ে মাগুরাঘোনা বিট পুলিশের সহকারী ইনচার্জ মোঃ আসলাম হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের দুই জন আহত হয়েছে।
আসিবের অবস্থা গুরুতর থাকায় সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Daily Frontier News