Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাট সীমান্তে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ-

.    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী  ২ নং আহম্মদাবাদ  ইউনিয়নের  কালিশিরী গ্রামে অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ গাঁজার চালান সহ মোঃ আকমল হোসেন নিরব(২৪)  নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। নিরব সুনামগঞ্জ জেলার মদনপুর গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র।   এবিষয়ে ১০ জুলাই বিকেলে  হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে এসপি মো: আক্তার হোসেন জানান, ভারতের সীমান্তবর্তী এলাকায় গাঁজার বড় চালান পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আল মামুনের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ কালিশিরি  অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করেন। এ সময় মাদক বহনের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।  পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও পুলিশ সুপার আক্তার হোসেন জানান।

Daily Frontier News