আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি :-
১২মে বিকালে চুনারুঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে বোতলজাত সয়াবিন তেলের মজুদ জব্দ করা হয়।
পরে জব্দ কৃত সকল তেলের বোতল ন্যায্যমূল্যে বিক্রয়ের করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এব্যাপারে মিলটন চন্দ্র পাল বলেন যারা পন্য মজুদকরে বাজারে কৃত্রিম সংকট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
Copyright © 2022 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics