ওসি সহ কাজে ফিরছেন ৪৫জন।
আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি,
. কাজ শুরু,পুলিশ জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার
চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ এক সপ্তাহ পর হবিগঞ্জের চুনারুঘাট থানাতে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ পদাতিক বিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার এসবিপি, এএফডব্লিউসি,এমফিল কমান্ডার এর সহায়তায় ১৪ আগস্ট বুধবার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় সহ ৪৫ জন পুলিশ কাজে যোগদান করেছেন। যোগদানের পর দুপুর দুইটায় থানা প্রাঙ্গণে পুলিশের সঙ্গে ব্রিফ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ ব্রিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলী হায়দার। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন,পিছনের সবকিছু ভুলে মানসিকতা পরিবর্তন করতে হবে,পরিবর্তন করে নব উদ্যমে কাজ শুরু করেন তাহলে মানুষ পুলিশকে শ্রদ্ধা ও সম্মান করবে। বিভিন্ন কারণে বাংলাদেশ পুলিশের আজকের এই পরিস্থিতি,কেন হয়েছে,কি কারনে হয়েছে, আপনারা ভালো জানেন। আমার বলতে হবে না এই পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে জনগনের কণ্যানে কাজ করতে হবে। তাহলে পুলিশ জনগণের আস্থার একটা প্রতীকে পরিণত হবে। কাজেই যা হয়েছে আপনাদের ও বন্ধু-বান্ধব যাদের ক্ষতি হয়েছে, পুর্বের সবকিছু ভুলে যেতে হবে। সবকিছু ভুলে গিয়ে আন্তরিকভাবে জনগণের সেবা দিবেন,দেশের জন্য জনগণের জন্য কাজ করেন,তাহলে জনগণের আস্থার প্রতীকে পরিণত হবেন। আজকে যারা যোগদান করেছেন বা যারা বাকি রয়েছেন সবাই সম্মিলিতভাবে জনগণের কল্যাণে কাজ করবেন।আমরা আপনাদের সহযোগিতা করবো। এর আগে ৩৬০ পদাতিক ব্রিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার এসবিপি, এএফডব্লিউসি, এমফিল কমান্ডার কে কে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়। এসময় উপস্থিত ছিলেন ৬ বীর পিএসসি কমান্ডিং অফিসার মেজর মোঃ শাহিন আলম সহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics