আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নে চাচাত ভাই শাহলমের বাড়িতে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (১৪ অক্টোবর) দুপুরে চা বাগান এলাকার একটি ডুবার জলাশয় থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হল,রামগংগা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২), ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশু পরিবারের সাথে একসঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয় চাচাত ভাইর বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের লাশ ভেসে উঠতে দেখা যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে চান্দপুর চা বাগানের ব্যবস্থাপক শামীম হুদানকে জিজ্ঞেস করলে তিনি বলেন চা বাগানে তিন শিশু পানিতে একটি ডুবায় পড়ে মারা গেছে পরিবারের উচিত ছিল আর ও সাবধানতা অবলম্বন করা, তিনি বলেন নেই এখন প্রশ্ন উঠেছে একটি ঘনবসতি চা বাগানে জলাশয় গুলোতে বেড়া দেওয়া হলো না কেন বেড়া।এ বিষয়ে ছাত্রদল নেতা মারুফ আহমেদ বলেন এখানে চা বাগান কর্তৃপক্ষের গাফিলাতি রয়েছে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics