আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ-
. জেলা হবিগঞ্জে ১২ই জুলাই শুক্রবার ত সকাল ৬.৫ ঘটিকার সময় ১৭ কেজি গাঁজা,পরিবহনে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত মিশুক গাড়ী আটক সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
. হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন,নির্দেশনায়, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এর সার্বিক সহযোগিতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার এ এস আই মনির হোসাইন এর নেতৃত্বে একদল পুলিশ এর অভিযানে চুনারুঘাট থানার ৭ উবাহাটা ইউনিয়নের মধ্য উবাহাটা গ্রামের দাউদ তাকওয়া মহিলা মাদ্রাসার সামনে নতুন ব্রীজ গামী পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ নুরুল ইসলাম (৪২), পিতা- আঃ গফুর, সাং-পনারগাও, থানা- চুনারুঘাট,জেলা-হবিগঞ্জকে একটি ট্রাভেলব্যাগের ভিতর হতে ১০ কেজি গাঁজা এবং এবং একটি স্কুল ব্যাগের ভিতরতে ৭ কেজি গাঁজা, মোট ১৭ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত মিশুক সহ আটক করা হয়।
. আসামির বিরুদ্ধে চুনারুঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics