Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৩ পালিত

 

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ)’প্রতিনিধি

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুত দিবস- ২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার ( ১০ মার্চ) সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাটের পিআইও প্লাবন পাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, চুনারুঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিজয় সিং প্রমুখ।
আলোচনা সভাশেষে এক বর্ণাঢ্য রেলি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে চুনারুঘাট ফায়ার সার্ভিস গণসচেতনতা বৃদ্ধির জন্য নানা বিষয়ের উপর প্রদর্শনীর আয়োজন করে।

Daily Frontier News