Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে গলায় ফাঁসে কিশোরীর মৃত্যু

 

 

চুনারুঘাট প্রতিনিধি ঃ

 

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢুলনা গ্রামের হারুন মিয়ার নির্মাণাধীন পাকা ঘর থেকে রসো আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে তার খালা শিফা আক্তার ও ভাবি মিশু আক্তার । রবিবার (৫ জুন) রসোর বাবার নির্মাণাধীন পাকা ঘরে ঘটনাটি ঘটে।
রসোর খালা শিফা বলেন, বেলা আনুমানিক পৌনে ৩ ঘটিকায় রসো বাথরুমে যায়। তার ফিরতে দেরি হতে দেখে তিনি বাথরুমের দিকে এগিয়ে যান। তখন রসোর বাবার নির্মাণাধীন পাকা ঘরে শব্দ শুনতে পেয়ে ভিতরে গিয়ে রসোকে দরজার উপরের লিংটারের সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। তিনি চিৎকার করে রসোর ভাবি মিশুকে ডাক দেন। রসোর ভাবি মিশু ও খালা শিফা মিলে রসোর দেহ মাটিতে নামিয়ে মাথায় পানি ঢালেন। পানি ঢালা অবস্থায় রসুর মৃত্যু হয়।
তবে কি কারণে রসো গলায় ফাঁস দিয়েছে তা জানা যায় নি। তার বাবা হারুন মিয়া বলেন তিনি ও তার স্ত্রী প্রতিবেশীর বিয়েতে ছিলেন। রসো ও রসোর খালা শিফাও সেই বিয়েতে যাওয়ার কথা ছিল। রসোর মা বলেন, আগের রাতে রসো তার হাতে মেহেদী পরিয়ে দিয়েছে।
আশপাশের লোকজন ফিসফিস করে বলছিল সকালে রসোর সাথে তার পরিবারের ঝগড়া হয়েছিল। মিশুর খালা শিফা বলেন, ঘটনার কিছু আগে রসো হাফটার হাওর গ্রামের আঃ সহিদের পুত্র সোহানের সাথে ফোনে কথা বলছিল । তার এন্ড্রয়েড মোবাইল থেকে গত কয়েকদিন ধরে রসো সোহানের সাথে যোগাযোগ করছিল।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন মুরাদ ও চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক সুরতহাল শেষে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, প্রত্যেকদর্শীদের বক্তব্য ও সুরতহাল শেষে পুলিশের প্রাথমিক ধারণা গলায় ফাঁস জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত হবে।

Daily Frontier News