চুনারুঘাট প্রতিনিধিঃ-
চুনারুঘাট সরকারী কলেজের ১ম বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করার সময় বাধা প্রদান করায় ওই ছাত্রীর মামার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।তারা ওই ছাত্রীর মামা ইকবাল আহমেদ (৩৫) কে কুপিয়ে আহত করেছে।সে উপজেলার চানপুর বস্তির মৃত আশ্রব উল্যার পুত্র। আহত ইকবাল চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
( ২২ জুন)বুধবার দুপুরে উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চানপুর বস্তি গ্রামের ইকবাল আহমেদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইকবালের মা জানান,তার মেয়ের ঘরে নাতনি চুনারুঘাট সরকারী কলেজের ছাত্রীর কে একই গ্রামের ফিরোজ মিয়ার পুত্র শিপন প্রায়ই উত্যক্ত করতো।মেয়েটি বিরক্ত হয়ে তার নানার বাড়িতে যাওয়া-আসা প্রায় বন্ধ করে দিয়েছে।তারপরও ছাত্রীর মামাত ভাই ছোট শিশু কে রাস্তায় চলাচলের সময় টিটকারি ও বাধা সৃষ্টি করে এবং দুলাভাই ডাকার জন্য চাপ দেয়।বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।বুধবার দুপুরে ওই শিশু বাড়ির পার্শের দোকানে মোবাইলের কার্ড আনতে গেলে শিপন ফের তাকে দুলাভাই ডাকার জন্য রাস্তায় গতিরোধ করে।শিশুটি বাড়িতে এসে তার বাবা ইবাকল আহমেদ কে কান্নাজড়িত কন্ঠে বললে,তিনি শিপন কে একটা থাপ্পর দেন।এর সুত্রে ধরে শিপনের সাথে আরো কয়েকজন মিলে ইকবালের বাড়িতে হামলা করে। এ সময় দায়ের কুপে ইবালের হাত ও পা কেটে আহত হয়।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন,অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics