Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশে থাকবে বিএনপি

 

ওসির সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্যে সাক্ষাত

চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি

: হবিগঞ্জের চুনারুঘাট থানার অপ্রীতকর ঘটনা এড়াতে ও চুনারুঘা থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উপজেলা বিএনপি নেতাকর্মী পুলিশকে সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ । পুলিশের সার্বিক পরিস্থিতি খোঁজ নিতে গিয়ে ওসির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ।
তিনি জানান, আমাদের নেতা জিকে গউছ এর নির্দেশে দেশের চলমান পরিস্থিতিতে কোন দুর্বৃত্তরা যাতে থানায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য উপজেলা বিএনপির নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে এবং পাহারা দিবে । মঙ্গলবার (৬ আগস্ট) রাতে
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ এর নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়ের সাথে সাক্ষাত করে মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার টলু, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল , থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিক মিয়া, সৈয়দ আবু নাঈম হালিম, নাসির উদ্দীন, জামাল মিয়া , পৌর যুবদলের আহবায়ক কামাল মিয়া, যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, কাউন্সিলর মারুফ চৌধুরী, সেচ্ছাসেবকদল নেতা কদ্দুস মিয়া সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Daily Frontier News