Daily Frontier News
Daily Frontier News

চুকনগর শান্তিপূর্ণ ভাবে দুই কেন্দ্রে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত

 

 

মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি :

 

সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে খুলনা চুকনগরে দু’কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ও কড়া নিরাপত্তার মধ্যে
এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়াব উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ পরীক্ষা কেন্দ্র দুটি পরিদর্শন করেন।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) বেলাল ১১ টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়েছে। এসময় মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প ইনচর্জ এসআই হাবিবুল্লাহ হাবিব ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ নিরাপত্তায় সহযোগিতা করেন।

জানা যায়, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের
কেন্দ্র ও ভেনু কেন্দ্রসহ মোট ছাত্র/ছাত্রী ৭০৯ জন। পরীক্ষায় ৬৯৮ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে। এবং পরীক্ষায় ১১ জন ছাত্র/ছাত্রী অনুপস্হিত । এদের মধ্যে ছাত্র সংখ্যা ৪০১ জন এবং ছাত্রী সংখ্যা ৩০৮ জন। কেন্দ্র সচিব ও চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন ৭০৯ জন ছাত্র ছাত্রীদের মধ্যে ৬৯৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ১১ জন অনুপস্থিত। পরীক্ষা সুষ্ঠ ভাবে হচ্ছে। ভেনু কেন্দ্রের সহকারী সচিব ও চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু বলেন আমার ভেনু কেন্দ্র এখানে ৩৬৯ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। হলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তি পূর্ণ ভাবে ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছেন।
আটলিয়া ইউনিয়নের ১২ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীর এই দুই কেন্দ্রে এস এস সি পরীক্ষা অংশ গ্রহন করছেন।

Daily Frontier News