Daily Frontier News
Daily Frontier News

চা দোকানদার কে টিভি দিলেন চুনারুঘাট ছাত্র দলের সদস্য সচিব মারুফ আহম্মেদ

 

আব্দুল জাহির মিয়া প্রতিনিধিঃ-

 

চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের আমতলী আদর্শ বাজারের চা দোকানদার বিএনপির দুঃসময়ের কর্মী খোশেদ আলম কে। চা দোকানে খেলা দুলা খবরাখবর দেখার জন্য টিভি দিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহম্মেদ।

৪ অক্টোবর সন্ধ্যায় সাংবাদিক আব্দুল জাহির মিয়া তার ফেসবুক আইডি থেকে বিএনপি’র নিবেদিত প্রাণ দুঃসময়ের কর্মী দরিদ্র খুরশিদ মিয়ার চায়ের দোকানের জন্য একটি টিভি দান করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহব্বান জানালে সঙ্গে সঙ্গে নজরে আসে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহম্মদের।
তিনি খোরশেদ মিয়ার চায়ের দোকানে এসে টিভি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যেমন কথা তেমন কাজ,সাথে সাথে খোরশেদ মিয়াকে 44 ইঞ্চি ওয়ালটন মডেলের একটি টিভি উপহার হিসেবে বিএনপি’র কর্মীদের নিয়ে হস্তান্তর করেন।

এসময় ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহম্মেদ বলেন চায়ের দোকানদার খোরশেদ আলম একজন দরিদ্র চায়ের দোকানদার, তারেক রহমানের বক্ত দুঃসময়ের বিএনপির কর্মী সেই হিসেবে তার চায়ের দোকানে একটি টিভি দেওয়া আমি দায়িত্ব মনে করেছি।

Daily Frontier News