Daily Frontier News
Daily Frontier News

চান্দিনায় দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তার

 

কুমিল্লা প্রতিনিধি ।।

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর উপজেলা পর্যায়ে কুমিল্লার চান্দিনা উপজেলার দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন নুরজাহান আক্তার।

এ দিকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউল্ল্যাহ,পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ডুমুরিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুল ইসলাম শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, হারং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা আক্তার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান গত (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়াও উপজেলার শ্রেষ্ঠ এসএমসি মধুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান, প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবদুল জলিল কৃতিত্ব অর্জন করে।

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল।

জাতির কারিগরদের অনবদ্য সাফল্যে শিক্ষা ডিপার্টমেন্ট গর্বিত ও আনন্দিত বলে মনে করেন শিক্ষা পরিবার।

উল্লেখ্য যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার মানদণ্ডে
প্রাথমিক পর্যায়ে একজন শ্রেষ্ঠ পদক বাছাইয়ে ১০০ নম্বরের মানবন্টনের ক্ষেত্রে মূল্যায়িত বিষয়গুলোর মাধ্যমে বিশেষ কৃতিত্ব অর্জনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব বাছাইকরা হয়ে থাকে।

Daily Frontier News