আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী চাটখিলে সাজা প্রাপ্ত পলাতক আসামি প্রতারক মোঃ সোহেল ৬ বছর পরে গ্রেফতার হয়েছে। গতকাল সোমবার (০৯ মে) রাতে চাটখিল থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সোহেল চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার মৃতঃ নুরুল আমিনের (নুরুল আমিন পেট্রোল পাম্প) একমাত্র ছেলে।
থানা সূত্রে জানা যায়, সোহেল হাউজিং ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সে কাউকে কোন প্লট বা ফ্ল্যাট না দিয়ে ঐ টাকা আত্মসাৎ করে। তার এই প্রতারণার শিকার হন চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার-ই- হাছিনা। তিনি সোহেল কে ৪ লাখ ২০হাজার টাকা দেন প্লট কিনার জন্য। টাকা দেওয়ার পরে তিনি জানতে পারেন সোহেল বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করেছে। এতে তিনি সোহেল কে তার টাকা ফেরত দিতে চাপ দিলে সোহেল ৩ লাখ টাকার একটি চেক আনোয়ার-ই- হাছিনা কে প্রদান করেন। পরবর্তীতে সোহেলের একাউন্টে ফান্ড সংকট থাকায় চেকটি ডিজঅনার হয়ে যায়। এতে প্রতারণার শিকার আনোয়ার-ই-হাছিনা নোয়াখালী আদালতে মামলা দায়ের করেন।
আদালত ঐ মামলার রায় ২০১৬ সালের ১৩ জানুয়ারী ঘোষনা করে। আদালতের ঐ রায়ে আনোয়ার- ই-হাছিনা কে ৩ লাখ টাকা ফেরত দিতে এবং প্রতারণার দায়ে সোহেল কে ১বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। মামলার আদেশের পর থেকে সোহেল দীর্ঘ দিন পলাতক ছিলো। এরই মধ্যে সোহেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় ও আদালতে আরো ৮টি মামলা দায়ের হয়। এসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জানান, সোমবার রাতে সোহেলের মোবাইল নাম্বার মামলার এক বাদী দেন। এরপর তাৎক্ষণিক পুলিশ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সোহেলের অবস্থান নিশ্চিত হয়। পরে থানা পুলিশের দুটি টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এবং মঙ্গলবার (১০ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics