Daily Frontier News
Daily Frontier News

ঘোষেরপাড়া ইউনিয়নে ভাতিজার বউ নিয়ে চাচা শশুর উধাও

 

 

 

 

এম এ সাইট হীরাঃ-

 

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে প্রবাসী এক ভাতিজার বউ (এক সন্তানের জননী) নিয়ে প্রতিবেশী চাচা পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত ৪ সন্তানের জনক ওই চাচার নাম আবু বক্কর সিদ্দিক।সে সিএস মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ এমপ্লীজ ফোরামের সাধারণ সম্পাদকদায়িত্বে আছেন ।ওই একাডেমিতে ভাতিজা বউ তার সন্তানকে ভর্তি করেছিলো।সেই সুবাদে ভাতিজা বউ প্রতিদিন ওই প্রতিষ্ঠানে যাতায়াত করতো।এক পর্যায় ভাতিজা বউয়ের উপর নজর পড়ে চাচা শশুর সিদ্দিকের।গড়ে তুলে প্রেমের সম্পর্ক।সেই সম্পর্কের সূত্র ধরে গত ১২ আগস্ট দুজনে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।কিন্তু সিদ্দিক ফোন রিসিভ করেনি।
এ নিয়ে ভাতিজা বউয়ের শশুর শাশুড়ী কোন কথা বলতে রাজী হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান,সিদ্দিক একজন শিক্ষিত ও প্রভাবশালী লোক হয়ে কাজ টা ঠিক করেননি।মেয়ে সম্পর্কে তার ভাতিজা বউ হয়।সে চাচা শশুর হয়ে কিভাবে কি করলো এটা।
আরো অনেকে জানান,আমরা একটু আগে থেকেই আন্দাজ করেছিলাম।কিন্তু সিদ্দিকের ভয়ে মুখ খুলতে পারিনি।তবে সিদ্দিকের এই নষ্টামি কাজে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন ওই প্রতিষ্ঠানের আরেক পরিচালক হুমায়ূন কবিরের নামেও অভিযোগ পাওয়া গেছে।

Daily Frontier News