Daily Frontier News
Daily Frontier News

ঘূর্ণিঝড় মোখা: ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন স্থগিত

মাসুদ পারভেজ

 

ঘূর্ণিঝড় মোখা: ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন স্থগিত
চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রাম সড়ক বিভাগের অধীন সীতাকুণ্ডের আরআর টেক্সটাইল এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের কাজ স্থগিত করা হয়েছে। তাই এ মহাসড়কে আগামী ১৩ মে ভোর সাড়ে ৫টা থেকে দুই ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধের বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে।

ওই দিন গাড়ি চলবে।
বৃহস্পতিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

তিনি জানান, চট্টগ্রাম সড়ক বিভাগের অধীন ঢাকা (যাত্রাবাড়ী)-কুমিল্লা (ময়নামতি)-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের (এন-১) ২০৯তম কিলোমিটারে আরআর টেক্সটাইল এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন কাজ ঘূর্ণিঝড় মোখার কারণে বন্ধ রাখা হয়েছে। তাই এর আগে প্রকাশিত মহাসড়কের ওই অংশে দুই ঘণ্টা যান চলাচল বন্ধের বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে।

Daily Frontier News