Daily Frontier News
Daily Frontier News

ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রতিনিয়ত চলছে দুর্নীতি

মশিউর রহমান ঘাটাইল টাঙ্গাইল রিপোর্টারঃ-

.     টাংগাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাস এ প্রতিনিয়ত দুর্নীতি চলছে। যেহেতু কোনো ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর কোনো খবর সহজে সাংবাদিকদের নিউজ করার ব্যাপারে বহু বাঁধা পেরুতে হয়।

.    ১৩ই জুলাই, শনিবার ০৩ঃ২৯টার দিকে “তারিখে বাৎসরিক মজুদ গণনা এবং মজুদ” এই নামে একটি সিল বানানোর জন্য অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘাটাইল রিপন আর্ট দোকানে সিল বানাতে আসে।

.    এ বিষয়টি এই পত্রিকার গোপনে ধারণকৃত ভিডিও ফোটেজে স্পষ্ট ভাবে ধরা পড়ে। এরকম বহু লোকে দোকানে সিল বানাতে আসে যা এই পত্রিকার নজরে পড়ে। এই সিলটি বানাতে কত টাকা খরচ পড়বে তা জানতে চাইলে দোকানদার লোকটিকে ২৫০ টাকার কথা জানায়। লোকটি দোকানদারকে বিকেল ০৫ঃ০০টার মধ্যে সিল বানিয়ে দিতে বলে। খুব জরুরি সিল বানাতে চাইলে ২৫০ টাকার কমে হবে না, বানানোর জন্য যথেষ্ট সময় দিতে হবে, তবেই কিছু কম রাখা যাবে বলে দোকানদার লোকটিকে জানায়। এই নিয়ে কিছু সময় দাম কষাকষি চলে।

.     লোকটি দোকান থেকে বাহির হওয়ার পরে এ পত্রিকা লোকটিকে সিলের ব্যাপারে জিজ্ঞাসাবাদে লোকটি এ পত্রিকাকে বলে, এ বিষয়ে আপনি জানার কে, আপনি কি গোয়েন্দা, সাংবাদিক নাকি পুলিশ? কিছু সময় কথাবার্তা বলার পর লোকটি এ পত্রিকাকে জানায়, উপর মহল থেকে একজনকে সিল বানাতে বলে, সে আবার আমায় সিল বানাতে পাঠিয়েছে এবং বলে সিল বানাতে কত টাকা লাগে এটাই জানতে নাকি লোকটিকে পাঠিয়েছে।

.    পরবর্তীতে লোকটি এ পত্রিকাকে জানায়, সিলের ব্যাপারে জেনে আপনি কিছুই করতে পারবেন না। লোকটি এ পত্রিকাকে অফিসে যেতে বলে অতঃপর কোথায় তার অফিস তা সে বলেনি। এ বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Daily Frontier News