Daily Frontier News
Daily Frontier News

ঘাটাইলে রাস্তার বেহাল অবস্থা ১৪ বছর ধরে ভোগান্তির মুখে এলাকাবাসী

 

মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন সংগ্রামপুর ইউনিয়নে বিগত প্রায় ১৪ বৎসরে কোন ধরনের উন্নয়নের ছিঁটে ফোঁটাও লাগেনি। এটি একটি প্রাকৃতিক নৈস্বর্গীক লালমাটির পাহাড়ী জনপদ, যেখানে রাস্তাঘাটের বেহাল দশা যা নিজ চোখে না দেখলে বুঝা যাবেনা। যে সমস্ত জায়গাতে বেহাল অবস্থাঃ বগা চেঁড়াভাঙ্গা থেকে দেওজানা হয়ে চাম্বুলিয়া কাউটেনগর পর্যন্ত। পাকুটিয়া আমতলা হতে সত্তুরবাড়ী ও আমুয়াবাইদ হয়ে কামারচালা পর্যন্ত। দেওজানা বাজার হতে বেলুয়াটিকি হয়ে নলমা পর্যন্ত। দেওজানা বাজার হতে এগারকাহনিয়া হয়ে বোয়ালী হাটবাড়ী পর্যন্ত। চাপড়ী হতে খুপিবাড়ী হয়ে আঙ্গারখোলা বাজার পর্যন্ত। সত্তুর বাড়ি হয়ে খাগরাটা।

Daily Frontier News