মোঃ মুনিরুল ইসলামঃ গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাপাইনবাবগন্জের গোমস্তাপুর উপজেলায় চৌডালায় মুক্তিযোদ্ধা শহীদ আস্তার রহমান সেতু ও মকরমপুর সৈয়দ সুলতান সেতুর উপর দিয়ে টোল আদায় বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদারগন। শনিবার ১৭ আগষ্ট সকালে উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মকরমপুর সেতুর ইজারাদার মোঃ আদিল। এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চৌডালা সেতুর ইজারাদার মোঃ শফিকুল ইসলাম, মোঃ দুরুল হোদা, মোঃ জিয়াউর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চলতি মাসের ১৪ তারিখ থেকে আমরা সেতুতে কোন টোল আদায় করতে পারছি না। বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল এসে টোল আদায় বন্ধ করতে বলেছে। তাদের মৌখিক নির্দেশনা মোতাবেক আমরা টোল আদায় বন্ধ রেখেছি। পরবর্তী সময়ে আমরা সেনাবাহিনীর অস্হায়ী ক্যাম্পে যোগাযোগ করলে তারা বলেন, উপর মহলের নির্দেশে টোল আদায় বন্ধ করা হয়েছে। ইজারাদারগণ বলেন, টোল আদায় বন্ধ থাকায় আমাদের প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা লোকসান গুনতে হচ্ছে। তারা অতি শীঘ্রই টোল আদায় করার ব্যবস্হা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের শুভ দৃস্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে কথা হলে চাপাইনবাবগন্জ সড়ক বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী( ঢঃ দাঃ) সানজিদা আফরীন ঝিনুক বলেন, এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষ কে জানানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয় ও সেনাবাহিনীর কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে। তারা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে টোল আদায় কার্যক্রম শুরু হবে। সেনাবাহিনীর কর্মকর্তাদের বক্তব্য নেয়ার জন্য তাদের নম্বরে ফোন করা হলে তারা কেউই ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics