মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আশরাফুল হক চুন্নু তার মেয়ে শরিফুননেসা (কনা) উপসচিব বর্তমানে কর্মরত সেতু বিভাগ ঢাকা ও তার আপন চাচা আলিনগর স্কুল ও কলেজ অধ্যক্ষ রবিউল আউয়াল টুনুর বাসভবনে মঙ্গলবার রাত বারোটার দিকে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে। আশরাফুল হক চুন্নু তার মেয়ে উর্মি জানান আমরা রাত্রে ঘুমিয়ে ছিলাম হঠাৎ বাড়ির বাইরের গেটের তালা ভাঙ্গার শব্দ শুনে আমরা জীবনের ভয়ে পিছনের গেট দিয়ে বাড়ি থেকে আমরা সড়ে যায় তখন তারা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ফ্রিজে থাকা মাছ-মাংস তৈরির তরকারি তারা নিয়ে যায় আমরা এখন নিরাপত্তাহীনতাই ভুগছি। অপরদিকে আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আউয়াল এর বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে তিনি এখন জীবনের ভয়ে পালিয়ে আছেন। এ বিষয়ে আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম জানান ঘটনাটি অনেক দুঃখজনক কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা অনুসন্ধান করছি পরবর্তীতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics