Daily Frontier News
Daily Frontier News

গোমস্তাপুরে ইজারাদার কতৃক সংবাদ সম্মেলন জলমহালে জোরপূর্বক মাছ শিকারের অভিযোগ

 

মোঃ মুনিরুল ইসলামঃ গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আলীনগর ও বাংগাবাড়ী ইউনিয়নের অন্তর্গত চুড়ইল বদ্ধ জলমহাল ইজারা নেয়া থাকলেও কিছুদিন থেকে অবাধে মাছ শিকার করছে উক্ত ইউনিয়নের দূর্বৃত্তরা। এ অভিযোগে রবিবার ১৮ আগষ্ট সকালে উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার পূনর্ভবা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ বিষু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সকল নিয়ম মেনেই বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ পর্যন্ত উক্ত জলমহাল ভূমি মন্ত্রণালয় থেকে ( ৬ ছয়) বছরের জন্য ইজারা বন্দোবস্ত গ্রহণ করি। ইজারা বন্দোবস্ত নেয়ার পর থেকেই কিছু সংখ্যক দূর্বৃত্ত অনবরত আমাদের আওতাধীন জলমহালে মাছ শিকার করছে। মাঝে মাঝে প্রশাসন কে বলে তাদের নিবৃত্ত করা গেলেও বর্তমানে তারা বেপরোয়া। গত ৫ আগষ্ট দেশের সাম্প্রতিক পরিবর্তনের পর থেকে তারা প্রতিদিন মাছ শিকার করছে। ফলে আমরা প্রচুর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইজারাদার বিষুর ব্যবসায়ী সঙ্গী মোঃ সাবের আলী ও মাসুম আহসান বাবু বলেন, আলীনগর ইউনিয়নের শরিফ, সুমন, কাঁচা, রহিম মেম্বার ও নাইম সহ ৪০ জন থেকে ৫০ জন সন্ত্রাসী মাছ শিকার করতে ব্যস্ত। তাদের অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ইজারাদার এর যোগানদার তরিকুল ও এতাবুর। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যে তারা উপজেলা নির্বাহী অফিসার, ওসি, বিজিবি কমান্ডার, গোমস্তাপুর কে লিখিত অভিযোগ দিয়েছেন। সেনাবাহিনীর কর্মকর্তাদের মৌখিক ভাবে অবহিত করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোন পরিত্রাণ পাননি। ভুক্তভোগী ইজারাদার সাংবাদিকদের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করেছেন।

Daily Frontier News