Daily Frontier News
Daily Frontier News

গাঁজা ধরিয়ে দেওয়া মাদক কারবারীদের অতর্কিত হামলায় একজন গুরুতর আহত।

 

চুনারুঘাট প্রতিনিধি ঃ গাঁজা ধরিয়ে দেওয়ায় গাঁজা কারবারীদের সংবদ্ধ দলের অতর্কিত হামলায় সিরাজ মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
আহত সিরাজ মিয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জহুর আলীর ছেলে।

জানা যায় গত বৃহস্পতিবার গভীর রাতে দুই বস্তা গাঁজা এলাকাবাসী সহযোগিতায় জব্দ করে সিরাজ মিয়া নামের ঐ যুবক। পরবর্তীতে সিমটিবিল ক্যাম্পের বিজিবি কে খবর দিলে ক্যাম্পের সুবেদার নেতৃত্বে একদল জোয়ান জব্দকৃত গাঁজা গুলি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়এসময় কৌশলে ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গাজা ধরিয়ে দেওয়ার সূত্র ধরে ১এপ্রিল সন্ধ্যায় সিরাজ মিয়া তার বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ইফতার করে বাড়ি ফেরার পথে মসজিদের পাশেই কথিত গাঁজা ব্যবসায়ীরা রড এবং রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। হামলা করে পালিয়ে যাবার সময় তারা এই বলে হুমকি দেয় যে আর কোনদিন যদি তুই আমাদের গাজা ধরিয়ে দিলে তোকে প্রানে মেরে ফেলবো।

আহত সিরাজ মিয়ার সুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সিরাজ মিয়া জানান হামলাকারীদের মধ্যে ছিলো হাসন আলি,তাহের মিয়া,আবুল খায়ের,আবুল কালাম,নুরালি আলী,ফরিদ মিয়া সহ একদল দুর্বৃত্ত।

উল্লেখ্য সিরাজ মিয়া আমুরোড বাজারে দীর্ঘদিন যাবত চটপটি বিক্রি করে আসছিল।

Daily Frontier News