মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।
খুলনার ফুলবাড়িগেট এলাকায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয় ৬ মে সোমবার। মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসমত জাহান তুহিন। মোবাইল কোর্ট পরিচালনাকালে খুলনার খানজাহান আলী থানা এলাকায় বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখা যায়। এই কর্মকান্ড ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫‘ ও (সংশোধনী) ২০১৩ অনুযায়ী অপরাধ হওয়ায় অভিযোগ গঠনপূর্বক আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে জরিমানা করা হয়। এসময় সিগারেটের অবৈধ বিজ্ঞাপন জব্দ করে অপসারণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি চৌকস দল এবং তামাক নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স সদস্য এবং এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক। তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে জানায়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics