কুমিল্লা প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.প্রাণ গোপাল বলেছেন,খুনি রেদোয়ান প্রমান করে দিয়ে গেছেন কর্নেল রশিদের পরে আরো একজন খুনি বাংলাদেশে আছে সে হলো রেদোয়ান।সে খুন করার উদ্দেশ্যে টার্গেট করে আমার কর্মীদের গুলি করেছে।এটা কারো একার কাজ না, এর সাথে আরো অনেকে জড়িত আছে।রেদোয়ান পাকিস্তানের রাজনীতিতে বিশ্বাসী চান্দিনার রাজনীতিতে খুনি রেদোয়ানকে স্থান দেয়া হবে না।
বুধবার(১১ মে) দুপুরে কুমিল্লার চান্দিনায় এলডিপি মহাসচিব ড.রেদোয়ান আহমেদ এর গুলিতে দুজন স্বেচ্ছাসেবকলীগের কর্মী আহতের ঘটনায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা শেষে চান্দিনা বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রাণ গোপাল দত্ত।
তিনি আরো বলেন, খুনি রশিদ আওয়ামী লীগের রক্ত জড়িয়েছিল বঙ্গবন্ধু পরিবারের ১৭ জন সদস্য খুন করে।রেদোয়ান যে একজন খুনী তা প্রমাণিত হয় উনি লক্ষ্য করে আমার কর্মীদের গুলি করেছিলেন এবং লক্ষ্যভেদ করেছেন।ডিএসবির একজন সদস্য সামান্যের জন্য বেঁচে গেছেন।রেদোয়ান চেয়েছিল আমাদের কর্মীরা যারা থানা ঘেরাও করেছে তারা থানার দেয়াল ভেঙ্গে থানায় প্রবেশ করুক এবং পুলিশ গুলি করে আরো কিছু লোককে আহত করুক।আমার কর্মীরা সে প্ররোচনার ফাঁদে পা দেয়নি।
প্রাণ গোপাল এমপি আরো বলেন, রেদোয়ানের মত বারবার দল বদলানো রাজনীতিতে চান্দিনার আওয়ামী লীগ বিশ্বাস করে না।উনি ৭৫ এর পূর্বে ছিলেন জাসদ। ৭৯ তে এসে হলেন জিয়াউর রহমানের সামরিক বাহিনীর সদস্য। ৮৬ তে এসে জাতীয় পার্টি। এভাবে স্বতন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটা পার্টিকে উনি বদলিয়েছেন এবং সুযোগ পেলে উনি আর একটা পার্টি করে ওই পার্টির সভাপতিও হবেন। কারণ মহাসচিব উনার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ পদ নয়। আমার সন্দেহ হয় উনি কখন কর্নেল অলি কে ওখান থেকে সরিয়ে দিয়ে সভাপতির পদ অলংকৃত করবেন।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী,পৌরসভা মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.লিটন সরকার,চান্দিনা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল,উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান প্রমূখ।
এর আগে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে গুলি বর্ষনের ঘটনায় গণশুনানী করা হয়। গণ শুনানীতে উপস্থিত ছিলেন ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি,অতিরিক্ত জেলা ম্যাজাস্ট্রেট শিউলী রহমান তিন্নি,উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) মোঃ রাকিবুল ইসলাম সহ অনেকে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics