Daily Frontier News
Daily Frontier News

কয়রায় সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

 

 

(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)

 

কয়রায় একতা যুব সংঘের সভাপতি ও কয়রা পল্লী বিদুৎ সমিতির পরিচালক আবু হানিফ, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, সাইফুল্লাহ, আব্দুল্লাহ, রেজওয়ান, আল আমিন, মাহফুজুর লিটন,নাজমুল, মেহেদী, গোলাম, খালিদ, জনি,বাদশা, শহিদুল, অলিউল্লাহ, মাসুদ সহ ক্লাব এর অন্যানো সদস্যদের নিয়ে সম্পুর্ন ফ্রিতে রক্তদান কর্মসূচি পালন করা হয়। উক্ত রক্তদান কর্মসূচি পালন এর সময় একতা যুব সংঘের সভাপতি ও কয়রা পল্লী বিদুৎ সমিতির পরিচালক আবু হানিফ বলেন, কয়রার একটি মানুষ ও যেনো রক্তের অভাবে মারা না যায়। সে বিষয় আমি সহ আমার ক্লাব এর সকল সদস্য খেয়াল রাখবেন।এবং আমার ক্লাব এর সকল সদস্য,সর্ সময় গরীব দুঃখি মানুষের পাশে থাকবেন। এবং সবাই এক সঙ্গে বলেন তুচ্ছ নয় রক্তদান,
বাঁচাতে পারে একটি বা দুটি প্রাণ।

Daily Frontier News