Daily Frontier News
Daily Frontier News

কয়রায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক হলেন আবু হানিফা

 

 

(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)

 

 

খুলনা পল্লীবিদ্যুৎ সমিতি কয়রা এলাকার পরিচালক পদে বিজয়ী হয়েছেন কয়রা সদরের গোবরা পূর্বচক গ্রামের বাসিন্দা মো.আবু হানিফা।

আজ বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কয়রা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ হয়। উপজেলার ৭ টি ইউনিয়নে পল্লী বিদ্যুতের ৫১ হাজার ৯শ ৫৪ ভোটার রয়েছে। তার মধ্যে ২৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২টি ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে মো. আবু হানিফা চেয়ার প্রতিক নিয়ে ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর একমাত্র প্রতিপক্ষ মনজুর আলম হক পেয়েছেন ১৮ ভোট।

নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুত্যায়ন বোর্ডের উপ-পরিচালক মো.মশিউর রহমান, অন্য সদস্যরা হলেন, সহকারী পরিচালক নিয়ামত উল্লাহ, সহকারী প্রকৌশলী ইকরামুল ইসলাম, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল কর্মকর্তা তারেক বিন আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন, কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মোঃ ছিদ্দিকুর রহমান-সহ কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা(বিপিএম)।

পল্লী বিদ্যুতের পরিচালক পদে নির্বাচিত হওয়ায় ‘কয়রা সাংবাদিক ফোরাম’এর নেতৃবৃন্দ মো.আবু হানিফা কে অভিনন্দন জানান।এসময় মো.আবু হানিফা সাংবাদিকদের জানান,কয়রা এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহকদের স্বার্থে কাজ করবেন এবং এলাকায় যে সকল সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন।

Daily Frontier News