মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পিস ইয়াবা ৬০ পিচ ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ ৫ মে থেকে গত ২৪ ঘন্টায় ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে আসামীরা মোঃ রবিউল ইসলাম(৩২) পিতা-মৃত: গোলাম মোস্তফা, সাং-নতুন বাজার চর মসজিদ গলি, থানা-খুলনা, এ/পি সাং-জিন্নাপাড়া এটলাস যুব সংঘের সামনের গলি, থানা-লবণচরা। মোঃ সোহেল তালুকদার(২২) পিতা-মৃত: নজরুল তালুকদার, সাং-বিনোদকাটি, থানা-মনিরামপুর, জেলা-যশোর, এ/পি সাং-ফুলবাড়িগেট, থানা-খানজাহান আলী এবং শেখ বজলুল করিম(৪৫) পিতা-মৃত: শেখ আব্দুল লতিফ, সাং-আরামবাগ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা। আসামীদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। আলামত হিসাবপ উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics