Daily Frontier News
Daily Frontier News

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

 

মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৯ জুন গত ২৪ ঘন্টায় ০৪ জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। আসামীরা হলো মোঃ জাহিদুল ইসলাম(১৯)পিতা-মোঃ তোফায়েল হোসেন, সাং-মশিয়ালী, থানা-খানজাহান আলী। মোঃ শাহীন শেখ(৪০) পিতা-মৃত: লতিফ শেখ, সাং-গিলাতলা দক্ষিণপাড়া, থানা-খানজাহান আলী। মোঃ বেল্লাল হাওলাদার(২৮) পিতা-মোঃ মকবুল হাওলাদার, সাং-গিমটা কাঠি, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-রাজাপুর পপুলার জুট মিলস এর সামনে, থানা-রূপসা, জেলা-খুলনা এবং মোঃ সাব্বির হোসেন(২২), পিতা-আবিদ আলী, এ/পি সাং-বঙ্গবাসি সেন্টুর মোড়, থানা-খালিশপুর, খুলনা। তাদেরকে খুলনা ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Daily Frontier News