মো. আবদুল্লাহ, বুড়িচং ।।
আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আবিদপুর, কংশনগর বাজার, আছাদনগর ও জিরুইন এলাকায় (ঈগল মার্কা) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
পরে সাহেবাবাদ ইউনিয়নের ৯৭ নং দক্ষিণ জিরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী, জাতীয় নেতা ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার যোবায়ের বলেন, “জবাবদিহিতার মানসিকতা নিয়ে রাষ্ট্র গঠনের জন্যই এবি পার্টির জন্ম। জনগণের প্রতিনিধি যদি জনগণের কাছে জবাবদিহি করে, তাহলে প্রকৃত নাগরিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এবি পার্টি সেই দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।”
অনুষ্ঠান পরিচালনা করেন কবি হাবিবুর রহমান।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা জেলা সদস্য সচিব মুহাম্মদ আবদুল কাইয়ুম, ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক আবু জাহের সরকার, বুড়িচং উপজেলা আহ্বায়ক গাজী মোসলেম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা সদস্য সচিব জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ভূঁইয়া, রুহুল আমিন পুলিশ, আবদুল করিম ভূঁইয়া বাবুল, খতিব আবদুল করিম ও আবদুল মালেক ভূঁইয়া প্রমুখ।
স্থানীয় জনগণ এবি পার্টির এই গণসংযোগ কর্মসূচিকে স্বাগত জানিয়ে জানান, ব্যারিস্টার যোবায়েরের মতো তরুণ, শিক্ষিত ও আদর্শনিষ্ঠ প্রার্থী এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics