Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন — দাবি নয়, অধিকার আমাদের

মোঃ আবদুল্লাহ বুড়িচং ।।

 

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃতি সন্তান এনামুল হক রনি খান বলেছেন, “আমরা কুমিল্লার মানুষ বহু বছর ধরে বিভাগের দাবিতে আন্দোলন করছি। কিন্তু আমাদের সবকিছু থাকা সত্ত্বেও বিভাগ অন্য জেলায় ঘোষণা করা হয়েছে — এটি আমাদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।”

তিনি আরও বলেন, “কুমিল্লার মানুষকে বারবার ষড়যন্ত্র করে পিছিয়ে রাখা হচ্ছে। আমরা আর নীরব থাকব না। যদি দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হয়, তবে কুমিল্লাবাসী রাজপথে নামবে। আমাদের দাবি কোনো অনুগ্রহ নয় — এটি আমাদের অধিকার।”

রনি খান বলেন, “কুমিল্লা বিভাগ হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে। এখানে রয়েছে—”
জনসংখ্যা: ৬২,১১,৯১৫ জন
সিটি করপোরেশন: ১টি
সংসদীয় আসন: ১১টি
উপজেলা: ১৭টি
পৌরসভা: ৯টি
ইউনিয়ন: ১৯৩টি
গ্রাম: ৩,৬৮৭টি
সেনানিবাস: ১টি
ইপিজেড: ১টি
ক্যাডেট কলেজ: ১টি
শিক্ষা বোর্ড: ১টি
মেডিকেল কলেজ: ১টি
বিমানবন্দর: ১টি
বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট: ১টি
পাবলিক বিশ্ববিদ্যালয়: ১টি
আর্মি মেডিকেল কলেজ: ১টি
সরকারি ও বেসরকারি কলেজ: ১৪৭টি

তিনি আরও যোগ করেন, “কুমিল্লা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানকার প্রবাসীদের রেমিট্যান্স ও বৃহত্তম সবজির পাইকারি বাজার নিমসার বাজার দেশের অর্থনীতিকে সচল রাখছে। কুমিল্লায় শুধু একজন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি নিযুক্ত করলেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সম্ভব।”

রনি খান বলেন, “আমরা কারও কাছে ভিক্ষা চাই না, অধিকার চাই। কুমিল্লা বিভাগ হবেই — ইনশাল্লাহ।”

Daily Frontier News