Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লায় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

 

মোঃ আব্দুল্লাহ নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে বজ্রপাতে সোহেল রানা(৩৬) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার দুপুর আনুমানিক ২ টায় দিকে উপজেলার নাগাইশ দক্ষিণপাড়া এলাকায় জমিত ধান কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত যুবক নাম সোহেল রানা(৩৬)। তবে ব্রাহ্মণপাড়াতে সবাই তাকে হরিয়ানা নামে ডাকতেন। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ছেলে। তার গ্রাম ও পিতার পরিচয় এখনো শনাক্ত করা যায় নি। নিহত সোহেলের পরিচয় নিশ্চিত করেছেন উপজেলার সদর একালার নয়ন মিয়া। সে জানান, সোহেল প্রায় ৫ বছর যাবৎ আমাদের সাথে চলাফেরা করতেন। সে কল্পবাস গ্রামে আজাদ মিয়া বাসায় থাকতেন বলে জানা যায়। আহত যুবক নীলফামারী জেলার ডিমলা উপজলার দক্ষিণ সোনাখুলি গ্রামের মৃত আনার উদ্দিনের ছেলে লুৎফুর রহমান। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই বেলাল উদ্দীনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Daily Frontier News