নিজস্ব প্রতিবেদক :
বঙ্গীয় সাহিত্যে সংস্কৃতি সেবা পরিষদের উদ্যোগে গত শনিবার বিকালে রোকেয়া পদকপ্রাপ্ত রত্নগর্ভা মা অধ্যক্ষ প্রফেসর জোহরা আনিসকে মরণোত্তর ও ১৭ জন করোনা মানবিক যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহযোগী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ দেলোয়ার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিধ কোহিনূর আক্তার স্বাগত বক্তব্য রাখেন। প্রধান বক্তা ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আরিফ মোর্শেদ খান, সাবেক এডিশনাল এসপি এটিএম ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রাশেদা রওনক খান, কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক নীতিশ সাহা,বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। সাংবাদিক মোসলেহ উদ্দিন ও আজাদ সরকার লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন করোনা মানবিক যোদ্ধা সম্মাননাপ্রাপ্ত মুক্তিযুদ্ধা আলাউদ্দিন মাস্টার, শেরে বাংলা প্রদকপ্রাপ্ত কাউন্সিলর হাজী নেহার বেগম। হেদায়েত রসুল মুসু ও আয়শা আক্তারের উপস্থাপনায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী শেফাল মজুমদার,জুই চক্রবর্তী, নুসরাত, শহিদুল ইসলাম,মামুন শিল্পীবৃন্দ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics