Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লার সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক আহত

 

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী নবীয়াবাদ এলাকায় বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সীমান্তের পিলার-২০৬১/১ এস সংলগ্ন এ ঘটনা ঘটে।

আহত ওই যুবকের নাম মোঃ আল আমিন (২৮)। তার বাড়ি প্বার্শবর্তী ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাঁভুমি আনন্দপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম।

তিনি জানান, বুধবার রাতে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করে। তার গলা ও বুকে গুলিবিদ্ধ হয়। তবে রাবার বুলেট বিদ্ধ হওয়ায় আহত আল আমিন এখন আশংকামুক্ত।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানাত জানান, তিনি এ ঘটনার জানেন না। তবে গণমাধ্যমকর্মীদের কাছে শোনার পর খোঁজখবর নিচ্ছেন বলে জানান।

Daily Frontier News