স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে দৈনিক মানবজমিন দাউদকান্দি প্রতিনিধি সাংবাদিক মোক্তার হোসেন এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাথারি পিটিয়ে মারাত্মক জখম করে। হামলার ঘটনায় সাথে থাকা জাগো নিউজ দাউদকান্দি প্রতিনিধি ইমন আহত হয়।
আজ সোমবার (১৬ মে) দুপুর আনুমানিক ৩টার সময় দাউদকান্দি উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল গেইটের সামনে অতর্কিত হামলার ঘটনা ঘটে। জানা যায় সংবাদ প্রকাশের জের ধরেই এ হামলার ঘটনা ঘটিয়েছে।
সাংবাদিক মোক্তার হোসেনকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এ্যাপেলো প্লাস হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সগৌরীপুর প্রেরণ করা হয়। খবর পেয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম ও মানবাধিকার কর্মি হাসপাতালে ছুটে আসেন। তারা সাংবাদিক এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
হামলার খবর পেয়ে
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার, মো.মহিনুল হাসান দাউদকান্দি চান্দিনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফয়েজ ইকবাল
হামলা ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন এঘটনার সাথে যারাই জড়িত থাকুক সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান ।
উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) সুমন গুরুতর আহত সাংবাদিক মোক্তার হোসেন কে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।
এবং তার সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। হামলা ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন। এদিকে,এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, বুড়িচং প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics