Daily Frontier News
Daily Frontier News

কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি কেএম ল্যাবরেটরী হাইস্কুলে নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেন

 

৩১/০১/২০২৪ ইং মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিে নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয় এসময় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় নবীন বরনে স্বাগত বক্তব্য রাখেন কেএম ল্যাবরেটরী হাইস্কুলের প্রিন্সিপাল জনাব মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন উক্ত হাইস্কুলের শিক্ষক মোঃ শওকত,মোঃ জাহাঙ্গীর স্যার,মোঃ মিজানুর রহমান, সাদিকা ম্যাডাম,রবি ম্যাডাম প্রমূখ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তোমাদের আগামীর দিনগুলোকে নিয়ম শৃঙ্খলা সুষ্ঠুভাবে মানতে হবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। তোমরা শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করে উজ্জ্বল নক্ষত্র হয়ে গড়ে উঠবে। তোমরাই দেশ ও জাতীর আগামীর ভবিষ্যৎ।

২০২৪ নতুন বছরে নতুন ভর্তি উপলক্ষে এ আয়োজনে উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষকও শিক্ষিকাগন। এসময় প্রায় ৩০০ ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরী হয়।সবার হাতে দেওয়া হয় বিভিন্ন প্রকারের ফুল।

আলোচনা পর্ব শেষে স্কুলের শিক্ষার্থীদের সফলতার জন্যে দোয়া মাহফিল ও তোবারক বিতরন করা হয়।

Daily Frontier News