নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেন,
সারাদেশে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোথাও ৪২ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। প্রায় পাঁচ দশকের রেকর্ড ভেঙেছে গরম। প্রশান্তিময় বৃষ্টির জন্য রাজধানীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার (২৬ এপ্রিল) পবিত্র জুমার নামাজের পরে কামরাঙ্গীরচর ঝাউচর বড় মসজিদের সামনে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেন ঝাউচর বড় মসজিদের ইমাম সাহেব
নামাজের আগে তিনি বলেন, আকাশে মেঘ থাকুক বা থাকুক বৃষ্টি দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমরা বৃষ্টির জন্য এখানে সালাত আদায় করতে এসেছি আপনি আমাদের ফরিয়াদ কবুল করুন, আল্লাহ যদি অনুগ্রহ করেন তাইলে বৃষ্টি দেবেন। আর আল্লাহ যদি বৃষ্টি না দেন সেটা আমাদের ব্যর্থতা, আমাদের প্রার্থনার দুর্বলতা। এছাড়া অন্য কিছু নয়।
তিনি বলেন, তওবার একটা সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা যদি তওবা না করি তাহলে আল্লাহ তায়ালার অনুগ্রহ আমরা কখনোই পাবো না। আল্লাহ তায়ালা আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ যে আমলের কথা বলেছেন তাহলো আল্লাহর কাছে ইস্তেগফার করা।
নামাজে অংশ গ্রহণ করা মুসল্লিরা জানিয়েছেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি। এসময় কামরাঙ্গীরচরে জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মাঠে ছুটে আসেন তারা চোখের পানি ছেড়ে মহান রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য দোয়া করেন।
আগে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের মাঝে মহান আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়ের ঘোষণা দিয়ে সবাইকে উপস্থিত হতে আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচরের ৫৫ নং ওয়ার্ডের ঝাউচর বড় মসজিদের সামনে এই নামাজের পর এই নামাজ আদায় করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics