Daily Frontier News
Daily Frontier News

কসবায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:

 

জাতীয় প্রেসক্লাবে পেশাগত দায়িত্ব পালনের সময় মানবজমিন ডিজিটালের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ ও ইত্তেফাকের রিপোর্টার আল হাসিব প্রান্থর ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে কসবা থানা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন কসবা কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা মারধর কিংবা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’

তারা আরও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত কর‍তে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।’

এ সময় বক্তব্য দেন-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা উপজেলা শাখার সভাপতি ও কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি ডেইলি পেন ব্রীজ স্টাফ রিপোর্টার মোবারক হোসেন চৌধুরী নাছির, কসবা থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানবজমিন কসবা প্রতিনিধি সজল আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক দৈনিক জাতীয় পত্রিকা যায়যায় কাল, দৈনিক নবচেতনা কসবা প্রতিনিধি মোহাম্মদ রাসেল মিয়া, প্রেস ক্লাবের সহ সভাপতি স্টাফ রিপোর্টার দৈনিক অন্যায়ের চিত্রে মোহাম্মদ মোস্তফা,কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, দৈনিক তৃতীয় মাত্রা কসবা প্রতিনিধি নাফিও হাছান, প্রত্যাশা টিভি কসবা প্রতিনিধি ইমন, বাসির প্রমুখ।

Daily Frontier News